আমরণ অনশনের ঘোষণা চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা আলোচনায় না বসলে আগামী রোববার থেকে অনশন শুরু করা হবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বুধবার (১ ফ্রেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিষয়টি জানান।
আরও পড়ুন: চট্টগ্রাম চারুকলার শিক্ষার্থীরা আবারও আন্দোলনে
শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রী চট্টগ্রামের আসার সাতদিনের বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও দৃশ্যমান কোনো ফলাফল আসেনি। এদিকে দ্বিতীয় দফায় আন্দোলনের দ্বিতীয় দিনে শিক্ষার্থী-শিক্ষকদের বৈঠক করার কথা থাকলেও ইনস্টিটিউটের পরিচালক না আসায় তা হয়নি।
আন্দোলনরত চারুকলার শিক্ষার্থী তানভীর সৌরভ জানান, গতকাল আলোচনার জন্য শিক্ষকদের আহ্বান জানিয়েছিলাম। পরিচালকও বলেছিলেন আজকে সকাল ১০ টায় আমাদের সঙ্গে বসবেন। কিন্তু ১০টার পর শিক্ষক ও পরিচালক কেউ আসেননি। যোগাযোগ করে আমরা জানতে পারি পরিচালক ব্যস্ত থাকায় আজকের বৈঠক হবে না, অন্য কোনদিন আমাদের সাথে আলোচনায় বসবেন তিনি। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার যদি শিক্ষকরা আলোচনায় না বসেন তাহলে আগামী রোববার থেকে আমরণ অনশন শুরু করবো আমরা।
রেজাউল/ মাসুদ
আরো পড়ুন