ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

ইবিতে ছাত্রী নির্যাতন, তদন্ত কমিটির প্রতিবেদন জমা 

ইবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৩  
ইবিতে ছাত্রী নির্যাতন, তদন্ত কমিটির প্রতিবেদন জমা 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ছয় দিনের মাথায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনটি ৫০০৯ স্মারকে জমা পড়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্য সচিব ও একাডেমিক শাখার উপ-রেজিষ্টার মো. আলীবদ্দীন খান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। 

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সচিব আলীবদ্দীন খান জানান, আমরা বিভিন্ন তথ্য প্রমাণাদি যাচাই বাছাই করে প্রতিবেদন প্রস্তুত করেছি। এবং আজ তা রেজিস্টার মহোদয়ের কাছে জমা দিয়েছি।

এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ছয় কর্ম দিবসেই জমা দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে পাঠাবো। সুপ্রিম কোর্ট যা নির্দেশনা দিবেন তা আমরা এক্সিকিউট করবো।

যায়িদ/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ