ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রী নির্যাতন: নেত্রীসহ ৫ কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৫০, ১ মার্চ ২০২৩
ছাত্রী নির্যাতন: নেত্রীসহ ৫ কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ জনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান মুঠোফোনে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সানজিদা চৌধুরী অন্তরা (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা), তাবাসসুম ইসলাম (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা), হালিমা খাতুন ঊর্মি (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা), ইসরাত জাহান মিম (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা) এবং মোয়াবিয়া জাহান (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এ প্রসঙ্গে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় রাইজিংবিডিকে বলেন, এটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত। আমরা প্রথম থেকেই বলে আসছি যে, ছাত্রলীগে কোনো অপরাধীর জায়গা নাই। তার ধারাবাহিকতায় আমরা তদন্ত রিপোর্ট দিয়েছিলাম। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়।

এর আগে নির্যাতনের ঘটনায় জড়িত থাকায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

যায়িদ/ফিরোজ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়