ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কুবি আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ২৭ মার্চ ২০২৩   আপডেট: ২১:৩৫, ২৭ মার্চ ২০২৩
কুবি আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও ‘প্রত্নতত্ত্ব সপ্তাহ-২০২২’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ মার্চ) বিকেল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

বি এম সুমন ও খন্দকার নাঈমা আক্তার নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহারাব উদ্দীন, সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান ও প্রভাষক রেজওয়ানা আফরিন রুম্পা।

আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির সভাপতি ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, সদ্য বিদায়ী কমিটি ভালোভাবে দায়িত্ব পালন করে গেছে। আশাকরি নতুন কমিটি এ ধারা অব্যাহত রাখবে।

নাবিদ/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়