ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বৃত্ত কুবির সভাপতি রাফি, সম্পাদক রাব্বি

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৩০ মার্চ ২০২৩  
বৃত্ত কুবির সভাপতি রাফি, সম্পাদক রাব্বি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন বৃত্ত কুবির প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত রাফিকে সভাপতি ও নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ রাব্বিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দলোক স্কুলে ইফতারের পর সংগঠনের উপদেষ্টা প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দিন এই কমিটি ঘোষণা করে। 

প্রথম কার্যনির্বাহী কমিটিতে আরো রয়েছেন: সহ-সভাপতি কানিজ ফাতেমা সুমি, যুগ্ম-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান পাভেল, সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন সানি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, অর্থ সম্পাদক নাঈম মিয়া,
প্রচার সম্পাদক সায়মা কাদের, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান অনিক, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরুল আহসান, প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো: শহিদুজ্জামান।

এছাড়াও এ কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন নোবেল, জাফর, জাহিদ , আবু বকর, আদৃতা, তাসমিয়া, তারিন, আনিকা, জোসি, বায়েজিদ ও সুদীপ চাকমা।

এই কমিটি ঘোষণার পূর্বে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সংগঠনের উপদেষ্টা ঘোষণা করা হয়। তারা হলেন- প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আইনুল হক, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি এনামুল হক। ছাত্রদের মধ্য থেকে টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে রয়েছেন নিয়ামুল আরাফাত ও  মুনিম হাসান ভূঁইয়া অনিক। 

কমিটি ঘোষণা শেষে সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘আমরা যারা এখানে এসেছি তারা সবাই শিখতে এসেছি। সবার প্রায়োরিটি যেন শেখার দিকেই থাকে। শেখা ও শেখানোর মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।’

এ ব্যাপারে বৃত্ত কুবির উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে চারুকলা বা এরকম বিভাগ না থাকায় বৃত্ত কুবিই বিশ্ববিদ্যালয়কে রঙিন করে যাচ্ছে। তরুণদের মন রঙিন হবে এটাই স্বাভাবিক। তাদের রঙে বিশ্ববিদ্যালয়ও রঙিন হয়ে উঠছে। এরকম একটি প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হতে পেরে আমি নিজেও আনন্দিত। বৃত্ত কুবির যাত্রা শুভ হোক।’

সংগঠনের নতুন সাধারণ সম্পাদক মাহফুজ রাব্বি বলেন, ‘সমাজের সমস্যা দূরীভূত করা যায় দুইভাবে। আন্দোলন করে কিংবা পজিটিভিটি ছড়িয়ে। বৃত্ত কুবি বিশ্ববিদ্যালয় জুড়ে পজিটিভিটি ছড়িয়ে যাচ্ছে। পজিটিভিটির মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।’

সংগঠনের সভাপতি আরাফাত রাফি বলেন, ‘আমাদের এই যাত্রা পুরোটা জুড়ে অগণিত মানুষের সাপোর্ট ছিল। তাদের সাপোর্ট, বিশ্বাসের কারণেই আজকে আমরা এই পর্যায়ে আছি। সামনের দিনেও সকলের এই সাপোর্ট প্রত্যাশা করি।’

উল্লেখ্য, ২০২০ সালের শেষের দিক থেকে নিয়মিত কাজ করলেও ২০২১ সালের ২৪ ডিসেম্বর সবার সামনে একটি দল হিসেবে আত্মপ্রকাশ করে বৃত্ত কুবি। দল থেকে একটি সংগঠনে রূপ নেয় আরাফাত রাফি ও মাহফুজ রাব্বির কমিটির মাধ্যমে।

এমদাদুল/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়