ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল 

পবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ২৮ মে ২০২৩  
পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (২৯ মে)। 

সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন সহ মোট ২৬ জন শিক্ষক এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়। 

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সর্বমোট ২৫০ জন শিক্ষক এবারের নির্বাচনে ভোট প্রদান করবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মাসুদুর রহমান জানান, আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনের সামগ্রিক নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করবেন।

আনিসুর রহমান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়