আগামীকাল রাবিতে মিউজিক ফেস্ট
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৩০, ৪ ডিসেম্বর ২০২৩
শীতের আমেজকে প্রাণবন্ত করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মিউজিক ক্লাবের উদ্যোগে ‘রাজশাহী ইউনিভার্সিটি মিউজিক ফেস্ট, সিজন-১’ শিরোনামে একটি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাবি শাখার মিউজিক ক্লাবের সভাপতি রিপন কুমারের সভাপতিত্বে এ সংগীত পরিবেশন করা হবে।
আগামীকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি চত্বরে এ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
এতে সংগীত পরিবেশন করবেন ক্লাবের সদস্যবৃন্দ ও উপদেষ্টামণ্ডলী। এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ব্যান্ড ক্যাম্পাস বাউলিয়ানা, অনেম্বর, সপ্তক ও ডেলোনিক্স রেজিয়া।
/বিজয়/মেহেদী/