ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিকৃবিতে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২৪  
সিকৃবিতে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিকৃবির ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সম্মেলন কক্ষে ‘ওয়ার্কশপ অন কোয়ালিটি অ্যাসুরেন্স, রিসার্চ, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট উইথ রেফারেন্স টু এপিএ’ শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সহযোগিতায় কর্মশালাটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

এসময় অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, সিকৃবির নৈতিকতা কমিটির সভাপতি অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. ফুয়াদ মণ্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক খলিলুর রহমান ফয়সাল।

পরবর্তীতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ-৩ অনুষ্ঠিত হয়। রিসোর্স পার্সন হিসেবে সেখানে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এপিএ-এর ফোকাল পয়েন্ট বিষ্ণু মল্লিক।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, পরিচালক, হল প্রাধ্যক্ষগণ এই কর্মলাশায় অংশ নেন। কর্মশালাটি সমন্বয় করেন সিকৃবির এপিএ-এর ফোকাল পয়েন্ট ড. মো. ইকবাল হোসেন।

/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়