ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবির ‌‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৪ শতাংশ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
জাবির ‌‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৪ শতাংশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, এই ইউনিটে নির্ধারিত আসনের ১০ গুন বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘এ’ ইউনিটে ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছে মোট ৫০ হাজার ৪১৬ জন ভর্তিচ্ছু। সর্বমোট পরীক্ষা দিয়েছে প্রায় ৪০ হাজার ৭৯৫ জন। পরীক্ষায় উপস্থিতির হার ৭৯ দশমিক ১৪ শতাংশ। ছাত্রদের পাশের হার ৬২ শতাংশ ও ছাত্রীদের পাশের হার ৬৬ শতাংশ। সে হিসেবে সর্বমোট পাশের হার ৬৪ শতাংশ।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে। এর আগে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ৬  শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আহসান/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়