ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধান ফটকের তালা ভেঙে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১১ জুলাই ২০২৪   আপডেট: ১৯:১০, ১১ জুলাই ২০২৪
প্রধান ফটকের তালা ভেঙে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা

বাধা উপেক্ষা করে মহাসড়কে শিক্ষার্থীরা

কোটা সংস্কারের দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়।

এর আগে, বেলা আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় সাভার হাইওয়ে থানা এবং আশুলিয়া থানা পুলিশ। এ সময় তালাবদ্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা।

এদিকে, মিছিল নিয়ে প্রধান ফটকে আসলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রক্টরিয়াল বডি ও ফটকের বাইরে পুলিশের বাঁধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এছাড়া প্রায় ১০ মিনিটের মুখোমুখি অবস্থান শেষে প্রধান ফটকের তালা ভেঙে ও পুলিশের বাঁধা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কের দুই পাশের রাস্তা বন্ধ করে দেন। এছাড়া পুলিশের নিয়ে আসা একটি জলকামান গাড়ি কয়েকটি ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

পুলিশের জলকামান গাড়ি ট্রাক দিয়ে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা

অন্যদিকে, পুলিশি বাঁধা থাকলেও আন্দোলন ও অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম ইমন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের অবরোধ কর্মসূচি চলবে। পুলিশের বাধা উপেক্ষা করে আমরা আমাদের কর্মসূচি চলমান রাখবো। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহযোগিতা করবেন।

তবে ঢাকা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্র্যাফিক) মো. আব্দুল্লাহিল কাফী বলেন, গত কয়েকদিনের টানা অবরোধে উত্তরবঙ্গগামী মানুষের ভোগান্তিতে পড়তে হয়েছে। যেহেতু আদালতের রায় শিক্ষার্থীদের পক্ষে এসেছে। আদালতের পক্ষ থেকে তাদের কাছে এক মাসের সময় চাওয়া হয়েছে। আমরা আশা করি, আদালতের প্রতি সম্মান রেখে তারা তাদের অবরোধ কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকবে। আমরা তাদের আধা ঘণ্টার মধ্যে কর্মসূচি শেষ করার অনুরোধ জানিয়েছি।

/আহসান/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়