ঢাকা     বৃহস্পতিবার   ০১ মে ২০২৫ ||  বৈশাখ ১৮ ১৪৩২

প্রধান ফটকের তালা ভেঙে রাজপথে জবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১১ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৪৮, ১১ জুলাই ২০২৪
প্রধান ফটকের তালা ভেঙে রাজপথে জবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে প্রধান ফটকের তালা ভেঙে বের হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উন্মুক্ত লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ তালা ভেঙে বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নামেন।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা পুরান ঢাকার শাঁখারী বাজার থেকে রায় সাহেব বাজার মোড়ে যেতে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। তবে পুলিশি ব্যারিকেড তাদের ধরে রাখতে পারেনি।

আন্দোলনের নেতৃত্বে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সকাল থেকে তাদের ক্যাম্পাস থেকে বের না হতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। তবে তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যাননি।

কোটা আন্দোলনের নেতৃত্বদানকারীদের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জিরো পয়েন্ট হয়ে শাহবাগের দিকে রওনা হন। শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্দোলনের শামিল হন তারা। এর আগে, তারা বৃষ্টি উপেক্ষা করে ক্ষুদ্র পরিসরে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির সামনে জ্ড়ো হতে থাকেন।

আন্দোলনে শামিল হওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী জিহাদ বলেন, আমাদের এক দফা এক দাবি, সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

/লিমন/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়