ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ২০:২৪, ১৫ জুলাই ২০২৪
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান এবং প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে বাকৃবি ছাত্রলীগের পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে গিয়ে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। এ কর্মসূচিতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, কোটা আন্দোলনের নামে যারা সরকার পতনের আন্দোলন,  স্বৈরাচারী আন্দোলন, নিজদের নব্য রাজাকার নাম দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। একটি কোটা বিতর্কিত করা মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদেরকে প্রশ্নবিদ্ধ করা। আমরা অবশ্যই কোটার যোক্তিক সংস্কার চাই। আর সেটা রাষ্ট্র বিবেচনা করবে।

তিনি বলেন, গতকাল সন্ধ‌্যা ৬ টায় প্রধানমন্ত্রীর সংবাদ স‌ম্মেল‌নের বক্ত‌ব্য সম্পূর্ণ না শু‌নে ভ্রান্ত ধারণার কার‌ণে শিক্ষার্থীরা রাতে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে। বাকৃবির মাটিতে নব্য রাজাকারদের জায়গা হবে না। যদি কেউ এ রকম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে নিজ অবস্থা থেকে সবাই রুখে দাঁড়াবেন।

/লিখন/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়