ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনির্দিষ্টকালের জন্য কুবি বন্ধ ঘোষণা

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১৩:১৮, ১৭ জুলাই ২০২৪
অনির্দিষ্টকালের জন্য কুবি বন্ধ ঘোষণা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশের উদ্ভূত সার্বিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুবি বন্ধ থাকবে বলে জানা গেছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের বিকেল ৫টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৯৮তম জরুরি সিন্ডিকেট সভা শেষে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমরা সিন্ডিকেট সভা ডেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করছি। আজ বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে।’

/এমদাদুল/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়