ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

জবির কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়ক প্যানেল ঘোষণা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৩১ জুলাই ২০২৪  
জবির কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়ক প্যানেল ঘোষণা

সারাদেশে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জোরদার করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২৭ সদস্যের একটি সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) জবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইভান তাহসীভ বিষয়টি নিশ্চিত করেছেন।

সমন্বয়ক প্যানেলের আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, জবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহীন আহমেদ (ইতিহাস) ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. নুরনবী (ইসলাম শিক্ষা), মাসুদ রানা (পদার্থ বিজ্ঞান), ইভান তাহসীভ (সাংবাদিকতা), মো. সোহান প্রামানিক (ইসলাম শিক্ষা), কিশোর সাম্য (নাট্যকলা), নাজমুল হোসাইন (ব্যবস্থাপনা), ফয়সাল মুরাদ (ব্যবস্থাপনা), স্বপন মিয়া (আইন), শওরীন হাসান ইরা (ফিল্ম অ্যান্ড টেলিভিশন)।

এছাড়াও ২০২০-২১ শিক্ষাবর্ষের স্বনী আক্তার রিয়া (লোকপ্রশাসন), খাদিজাতুল কুবরা (সাংবাদিকতা), মুগ্ধ (নাট্যকলা), জাহিদুল ইসলাম (ব্যবস্থাপনা), আপেল আহমেদ (আইএমএল), ২০২১-২২ শিক্ষাবর্ষের বায়জিদ হোসাইন (পদার্থ বিজ্ঞান), কামরুল হাসান রিয়াজ (মনোবিজ্ঞান), জোবায়ের আহমেদ শাফিন (ফিল্ম অ্যান্ড টেলিভিশন), মুজাহিদ বাপ্পি (সাংবাদিকতা), শিহাব (সমাজবিজ্ঞান), আলী আহমেদ আরাফ (লোকপ্রশাসন), মুস্তাফিজুর রহমান (ইতিহাস), কামরুজ্জামান কায়েছ (ইসলামের ইতিহাস), জুনায়েদ মাসুদ (আন্তর্জাতিক সম্পর্ক), সিয়াম (ইসলাম শিক্ষা) এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের অরুনাভ আশরাফ (গনিত), কাজী আহাদ (রাষ্ট্রবিজ্ঞান)।

/লিমন/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়