রাবি থেকে আন্দোলনরত ৬ শিক্ষার্থী আটক
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিতে চাইলে তিন শিক্ষার্থীকে এবং নগরীর বিভিন্ন জায়গা থেকে আরও তিন শিক্ষার্থীকে আটক করা হয়।
আটককৃতদের তিনজন রাজশাহী মহানগরীর মতিহার থানায় এবং তিনজন রাজপাড়া থানায় পুলিশ হেফাজতে আছেন বলে নিশ্চিত করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক।
আটক ছয় শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সৈয়দ বাসিতুল ইসলাম, মাজেদ হোসেন, আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রত্যয় সিন্দিদ, ২০২২-২৩ সেশনের তাওহিদুজ্জামান নাইম, পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের রিফাত সরকার।
এর মধ্যে, বাসিতুল ইসলাম ও মাজেদ হোসেনসহ তিনজনকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আটক করা হয়। অন্যদিকে প্রত্যয় ও নাইমকে বাসা থেকে নিজ বাসা এবং মহিষবাথান কলোনি থেকে রিফাতকে ডিবি পরিচয়ে আটক করা হয়।
আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ফুয়াদ রাতুল বলেন, পুলিশ ও ডিবি কর্তৃক রাবির একাধিক নিরপরাধ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার। অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। অহিংস আন্দোলন থেকে এভাবে শিক্ষার্থী আটক ও হেনস্তার বিরুদ্ধে শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, যে সব থানায় আমাদের শিক্ষার্থীরা আটক আছেন, সে সব থানায় কথা বলেছি। যদি শিক্ষার্থীরা নিরাপদ হয়, তাহলে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে মতিহার থানা এবং রাজপাড়া থানায় একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, এসব শিক্ষার্থীদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, বুধবার রাজশাহীর কোর্ট এলাকা থেকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের (বিইউপি) শিক্ষার্থীসহ মোট আটজনকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।
/ফাহিম/মেহেদী/
- ৮ মাস আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ০ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ১ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৩ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৩ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৪ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৪ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৪ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৪ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৪ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৪ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৪ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৪ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৪ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৪ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫