ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবি শাটডাউন

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৩১, ১৪ আগস্ট ২০২৪
নোবিপ্রবি শাটডাউন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার পদত্যাগ না করায় অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য, উপ-উপাচার্য এবং রেজিস্ট্রার পদত্যাগ না করায় পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার দুপুর ১টা থেকে নোবিপ্রবি ‘শাটডাউন’ ঘোষণা করা হলো। পদত্যাগ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ শাটডাউন চলমান থাকবে।

শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ে অনলাইন/অফলাইন সব ধরনের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আবাসিক হল, শিক্ষকদের আবাসিক এলাকা, জরুরি পরিসেবা, শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সেবা এবং বিশেষ কিছু অ্যাকাডেমিক ল্যাব এই শাটডাউনের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এদিকে, বিজ্ঞপ্তি দেওয়ার পর শাটডাউন কার্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন,উপাচার্যর বাসভবন, ভিআইপি অতিথি ভবন, অ্যাকাডেমিক ভবন-১ ও ২ এবং লাইব্রেরি ভবনে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে, পদত্যাগ না করায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকী ও রেজিস্ট্রার মো.জসিম উদ্দীনকে গত ১০ আগস্ট অবাঞ্চিত ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবি শাখার সমন্বয়কেরা। তাদের পদত্যাগের দাবিতে সোমবার (১২ আগস্ট) কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

/ফাহিম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়