ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চমেক অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, একাডেমিক কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪২, ২১ আগস্ট ২০২৪
চমেক অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, একাডেমিক কার্যক্রম বন্ধ

ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। 

বুধবার (২১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে করে মেডিক্যাল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ সাহেনা আক্তার নানাভাবে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। চমেক ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হলেও অধ্যক্ষ নিজেই নিজ দলের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন দিনের পর দিন। শিক্ষার্থীদের কলেজের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন তিনি। কলেজের খেলার মাঠ, অডিটোরিয়ামসহ বিভিন্ন অবকাঠামো শিক্ষার্থীদের ব্যবহারের অনুমতি না দিয়ে উল্টো বিভিন্ন কোম্পানিকে ভাড়ায় বরাদ্দ দিয়েছেন। যারা তার অনুসারী ছিলেন তাদেরই তিনি সুযোগ সুবিধা দিয়ে থাকেন। 

আরও অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চমেকের যারা একাত্মতা জানিয়েছিল, তাদেরকে ক্লাসরুমে গিয়ে হুমকি দিয়ে আসেন অধ্যক্ষ। গত ৩ আগস্ট শান্তি সমাবেশের নামে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে কর্মসূচি পালন করে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। চমেক অধ্যক্ষ সাহেনা আক্তার পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে বলে তারা জানান। 

এদিকে আন্দোলনের মুখে অধ্যক্ষ সাহেনা আক্তার দুই দিন ধরে কলেজে অনুপস্থিত রয়েছেন। 

উল্লেখ্য, ২০২১ সালের ২৩ জানুয়ারি সাহেনা আক্তার চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। 

রেজাউল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়