ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

জবি উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন না জানানোর অনুরোধ 

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৪  
জবি উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন না জানানোর অনুরোধ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেজাউল করিম। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়। 

পোস্টে লেখা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে|’

এর আগে, বুধবার রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। 

উল্লেখ্য, অধ্যাপক ড. রেজাউল করিম ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন।

/লিমন/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়