ঢাবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় অংশ নেওয়া এক সিন্ডিকেট সদস্য বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি মাত্র এজেন্ডা নিয়ে আজকের সিন্ডিকেট সভা ডাকা হয়েছিল। সেখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যাম্পাসের কেউ বাইরে রাজনীতিতে যুক্ত থাকলে, সেটার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাম্পাসের বাইরে কেউ রাজনীতি করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করার এখতিয়ার রাখে না।
রনি/রফিক