ঢাকা     শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩১

গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে ‘ফটো ওয়াক ও ফিল্ড ট্রিপ’

ক্যাম্পাস প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫৬, ২৯ নভেম্বর ২০২৪
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে ‘ফটো ওয়াক ও ফিল্ড ট্রিপ’

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের উদ্যোগে ‘ফটো ওয়াক’ ও ‘ফিল্ড ট্রিপ’ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২৭ নভেম্বর) গ্রিন ইউনিভার্সিটির ২৪২-ব্যাচের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহাসিক সরকারি মুড়াপাড়া কলেজ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এছাড়া কোর্স অ্যাসাইনমেন্ট হিসেবে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে ছবি তোলেন। পাশাপাশি মুড়াপাড়া জমিদার বাড়ি ও বাগানের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখেন।

জার্নালিজম বিভাগের এই ফিল্ড ট্রিপের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদেরকে বাস্তবিক রিপোর্টিং, ফিচার রচনা এবং ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি ও ছবি তোলার দক্ষতার উন্নতি ঘটানো। জার্নালিজম বিভাগের শিক্ষার্থী সাইয়েদা আফিফা বলেন, “এ ধরনের ফিল্ড ট্রিপ জরুরি। কারণ আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়। আমরা পুস্তকের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের প্রেক্ষাপটে প্রয়োগ করতে পারি।”

বিভাগের আরেক শিক্ষার্থী আল আমিন বলেন, “ঘুরলাম, ছবি তুললাম। এখানকার জমিদার বাড়ি দেখলাম, ইতিহাস জানলাম। ফটো ওয়াক ও ফিল্ড ট্রিপ কার্যক্রমকে স্বাগত জানাই কারণ অনেক অভিজ্ঞতা অর্জন করলাম।’’

বিভাগের আরেক শিক্ষার্থী কলকা চক্রবর্তী বলেন, ‘‘আমরা জমিদার বাড়িতে অনেক সুন্দর সময় কাটালাম। সবাই মিলে স্মৃতিকে ধরে রাখার জন্য ছবি তুলি। যেটুকু সময় আমরা জমিদার বাড়িতে ছিলাম, মনে হচ্ছিলো সেই জমিদার কতই না নান্দনিক মনের মানুষ ছিলেন যার করা স্থাপত্য দেখলেই বুঝা যায়।’’

জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক মঞ্জুর কিবরিয়া ভূঁইয়া বলেন, ‘‘ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরও বেশি গবেষণাধর্মী এবং প্রাকটিক্যাল নলেজ ধারণ করতে পারে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়।’’

গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. অলিউর রহমান বলেন, ‘‘পাঠে ও মাঠে-দুই জায়গায় শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে হবে। একটি ছাড়া আরেকটি সম্ভব নয়। এই ধরনের ফিল্ড ট্রিপ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা এবং দায়িত্বশীলতা সম্পর্কেও সচেতন করে তোলে। ফিল্ড ট্রিপ শুধু শিক্ষার্থীদের শিক্ষাদান নয়, বরং তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক।”

এই ফিল্ড ট্রিপের সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন মিডিয়া ল্যাব কো-অর্ডিনেটর মাহাদী মুনতাসির। উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির অ্যাডমিশন ও মার্কেটিং অফিসার মো. সৌরভ হোসেন।

ঢাকা/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়