ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে প্রাণী গবেষণাগার উদ্বোধন  

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ৪ ডিসেম্বর ২০২৪  
নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে প্রাণী গবেষণাগার উদ্বোধন  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উচ্চতর গবেষণার জন্য ‘ল্যাবরেটরি অব অ্যানিমেল রিসার্চ’ এর উদ্বোধন করা হয়েছে। এ ল্যাব নির্মাণে ব্যয় হয়েছে ৪৪ লাখ টাকা।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নীল দীঘির পাশে নবনির্মিত এ প্রাণী গবেষণাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

এ সময় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, অ্যানিমেল রিসার্চ সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. শহীদ সরওয়ারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, “এনিমেল আমাদের লাইফ সাইন্সের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন ও ঔষধ তৈরির ক্ষেত্রে আগে সরাসরি মানুষকে দেওয়া হয় না। সেল কালচার করা হয়, এনিমেল টেস্ট করা হয়। তারপর হিউম্যানের অল্প অংশকে দেওয়া হয়। তারপর বৃহৎ অংশকে দেওয়া হয়।”

তিনি বলেন, “এনিমেল রিসার্চ হাউজ আমাদের গবেষণার ক্ষেত্রে সাহায্য করবে। আমি আশাকরি লাইফ সাইন্সের সব বিভাগ এ রিসার্চ ল্যাবকে সঠিকভাবে ব্যবহার করবে।”

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “আমরা খুবই আনন্দিত, অ্যানিমেল রিসার্চ হাউজটি আজ উদ্বোধন করতে পেরেছি। অনেকদিন ধরে এটি আমরা চালু করতে পারি নি, এখন এটি ব্যবহার করার জন্য পরিচালক নিয়োগ দিয়েছি। একটা গবেষণা ও গবেষণাপত্রকে প্রভাবশালী করতে প্রাণী গবেষণার কোন বিকল্প নেই।”

তিনি বলেন, “আশা করি, আমাদের বায়োলজিকাল সাইন্সের বিভাগগুলো ওতপ্রোতভাবে এখানে কাজ করবে। তারা তাদের প্রয়োজনমতো এটার ব্যবহার করবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়