ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালী কলেজ অধ্যক্ষকে সাংবাদিকদের শুভেচ্ছা

নোয়াখালী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৫ ডিসেম্বর ২০২৪  
নোয়াখালী কলেজ অধ্যক্ষকে সাংবাদিকদের শুভেচ্ছা

নোয়াখালী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ও নোসক সাংবাদিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক জাকির হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছানা উল্যাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, নোয়াখালী সরকারি কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক শহিদ আলম, সদস্য সচিব মো. নূর হোসাইন, সদস্য আব্দুর রহিম,  আকরাম উদ্দিন, সুমাইয়া আক্তার, মুজাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।  

এ সময় অধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবসময় সমিতির পাশে থাকার আশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, “সাংবাদিকতা একটা মহান কাজ, কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সফলতা এবং বিভিন্ন সমস্যা তুলে ধরতে অনুরোধ করছি।”

তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করে বলেন, “আমি ও আমার অফিসকে কাঁদা মুক্ত রাখা হবে। আমার বিরুদ্ধেও যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, আপনারা তুলে ধরবেন। একটি সুন্দর, শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব আদর্শ কলেজ ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।”

ঢাকা/সুমাইয়া/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়