ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিন্ন প্রশ্নে পরীক্ষা আয়োজনের দাবি জাবি শাখা শিবিরের 

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ১৯ ডিসেম্বর ২০২৪  
অভিন্ন প্রশ্নে পরীক্ষা আয়োজনের দাবি জাবি শাখা শিবিরের 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

একইসঙ্গে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে অভিন্ন প্রশ্নে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তিতে, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের জন্য ৯০০ টাকা করে, ‘ই’ ইউনিটের জন্য ৭৫০ টাকা, ‘সি-১’, ‘এফ’, ‘জি’ ও ‘এইচ’ ইউনিটের জন্য ৬০০ টাকা করে এবং ‘আই’ ইউনিটের জন্য ৫০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

এ অযৌক্তিক ফি নির্ধারণে উদ্বেগ প্রকাশ করে ছাত্রশিবিরের জাবি শাখার সভাপতি হারুনুর রশিদ রাফি ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিব বলেন, “শিক্ষা কোন ব্যবসার বিষয় না। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যে ইনসাফভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখি, সেখানে শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক প্রয়োজন রাষ্ট্র পূরণ করবে। জুলাই গণঅভ্যুত্থান সে ইনসাফের স্পিরিটই ধারণ করে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জিম্মি বানিয়ে প্রয়োজনের অতিরিক্ত অর্থ আদায়কে প্রাতিষ্ঠানিক বৈষম্যের নজির হিসেবে দেখছি।” 

যৌক্তিক ফি নির্ধারণের দাবি জানিয়ে তারা বলেন, “গণঅভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের ধীরে ধীরে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। সে কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ ও অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা আয়োজনের দাবি জানাচ্ছি।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়