ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জবির যেকোন পরিস্থিতির দায় ছাত্রদলের বর্তমান কমিটির’

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ৩০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৪
‘জবির যেকোন পরিস্থিতির দায় ছাত্রদলের বর্তমান কমিটির’

ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার বর্তমান এই অযোগ্য কমিটিকে নিতে হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রদলের আন্দোলনরত পদবঞ্ছিত নেতাকর্মীর।

বর্তমান কমিটির নেতারা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের আশেপাশে আনাগোনা ও তাদের এ শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির দিকে ঠেলে দিতে একটা গ্রুপ ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ এসব দাবি পড়ে শোনান।

ছাত্রদলের পদবঞ্ছিতের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে জবি ছাত্রদল মাথা উঁচু করে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। ৫ আগষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে এক বৈষম্যহীন ছাত্র-সমাজ ও শিক্ষার্থীবান্ধব সুস্থ ধারার ছাত্র রাজনীতির সূচনা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতিকে যেভাবে দেখতে চান, সেই লক্ষ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

যখন আমরা সবাই বৈষম্যের জন্য লড়ছি, ঠিক তখনই কেন্দ্রীয় ছাত্রদল ৪৫ দিনের মধ্যে সম্মেলনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এ কমিটিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীর মাঝে নানা অভিযোগ উত্থাপন হয়। 

আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবি জানিয়ে তারা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা অতিদ্রুত এ বিতর্কিত কমিটি বিলুপ্তি করে বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ভূমিকা রেখেছে, জেল জুলুম হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে, তাদের মূল্যায়ন করে সার্বজনিন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক একটি কমিটি গঠন করার দাবি জানাচ্ছি।

এ সময় তারা চার ধরনের অসঙ্গতি তুলে ধরে বলেন, এসব অসঙ্গতির বিরুদ্ধে আমরা বিগত পাঁচদিন ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ করে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই, আমাদের অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। তবে আমাদের এ শান্তিপূর্ণ আন্দোলন অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য একটা গ্রুপ ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি, তারা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের আশেপাশে আনাগোনা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায় বর্তমান এ অযোগ্য কমিটিকে নিতে হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাতিন, সাবেক সহ সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুস শুকুর আইমান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সাবেক সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান, সাবেক সহ সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম, মিনহাজুল আলমসহ পদবঞ্ছিত শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়