ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রী হল নির্মাণ করবে ঢাবি

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:০৮, ৫ জানুয়ারি ২০২৫
ছাত্রী হল নির্মাণ করবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে একটি ছাত্রী হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পটি’ বর্তমানে মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ছাত্রী হলে বাঙ্ক বেড স্থাপনের মাধ্যমে ইতোমধ্যেই বেশকিছু ছাত্রীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের হিট (এইচইএটি) প্রজেক্টের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে যেসব ছাত্র-ছাত্রী ভর্তি হবে, তারা এ বৃত্তির আওতায় আসবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে, নারী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকীকরণ নিশ্চিত ও শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণে ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে প্রতীকী অনশনের ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এ প্রতীকী অনশনেবিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আবাসন বঞ্চিত নারী শিক্ষার্থীরা অংশ নেবেন বলে জানানো হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়