ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২২, ৭ জানুয়ারি ২০২৫  
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাবিতে বিক্ষোভ

ফেলানী হত্যা দিবসে ভারতীয় বাহিনীর সীমান্ত হত্যা ও আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় বটতলা থেকে মিছিল শুরু হয়। পরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, “চব্বিশের আন্দোলন শুধু হাসিনার বিরুদ্ধে লড়াই ছিল না, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ছিল। ৫ আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের গালে চপেটাঘাত করেছি। স্পষ্ট করে বলে দিতে চাই, ভারত সরকার এখনো বাংলাদেশকে অঙ্গরাজ্য মনে করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।”

তিনি বলেন, “বিগত সরকারের আমলে যতগুলো চুক্তি হয়েছে অন্তর্বর্তী সরকারকে সেগুলো জনগণের সামনে আনতে হবে। সীমান্তে প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। তা-না হলে বাংলাদেশের মানুষ আবার ফুঁসে উঠবে।”

সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “শুধু ফেলানি হত্যা নয়, এ রকম শত শত হত্যার বিচার বিগত ফ্যাসিস্ট সরকার করেনি। ফলে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি হয়েছে। আমরা আগামী দিনে সীমান্তে আর কোন হত্যাকাণ্ড দেখতে চাই না।”

তিনি বলেন, “নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের উপর সবসময় আধিপত্যবাদী মনোভাব দেখিয়েছে। আমরা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি। ফ্যাসিস্ট আমলের পররাষ্ট্রনীতি ছুড়ে ফেলতে হবে। তাহলে ভারত আর এই আধিপত্যবাদী মনোভাব দেখাতে পারবে না। আজ আমরা ফেলানি হত্যার জন্য দাঁড়িয়েছি। আর যেন কোন ভাই-বোনের জন্য দাঁড়াতে না হয়।”

সমাবেশটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান শাহরিয়ার।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়