ঢাকা     বৃহস্পতিবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ৩০ ১৪৩১

ঢাবিতে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ২২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:০৫, ২২ জানুয়ারি ২০২৫
ঢাবিতে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)  একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২২ জানুয়ারি) সকালে মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান ও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম লাশ উদ্ধারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের উল্টোদিকে জিমনেশিয়ামের কাছের একটি গাছে ঝুলছিল লাশটি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে লাশটি গাছ থেকে নামিয়ে আনে। মরদেহের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট ও সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার। 

লিমা খানম জানান, গণিত ভবনের উল্টোদিকরে গাছে ঝুলছিল মরদেহটি। ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার থেকে গাড়ি গিয়ে সকাল ৯টা ৪২ মিনিটে মরদেহটি গাছ থেকে নামিয়ে আনে।

ঢাকা/সৌরভ/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়