ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি নেওয়া হবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তির জন্য সর্বাধিক ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তারিখের সঙ্গে নৈকট্য কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এ পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায়।
ঢাবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিপুল সংখ্যক শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। তাদের সুবিধার্থে পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
গাজীপুরের টঙ্গীতে দুই পর্বে হবে বিশ্ব ইজতেমা। এর মধ্যে প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকা/সৌরভ/রফিক