ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ববি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩৫, ২৬ জানুয়ারি ২০২৫
ববি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।

প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ারি বক্তব্য দেন ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। যৌক্তিক ও বিশ্ববিদ্যালয়ের যেকোন অর্জন নিয়ে তারা তথ্য প্রকাশ করছে। সামনেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা কাজ করে যাবে এবং সত্য তথ্য প্রকাশ করবে বলে বিশ্বাস করি।”

প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক নওরিন নুর তিষার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ডেইলি স্টারের সাংবাদিক শুশান্ত ঘোষ,

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের ডিন, সহকারী প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।

ঢাকা/সাইফুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়