ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাবিপ্রবিতে গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে দোয়া

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৮ জানুয়ারি ২০২৫  
শাবিপ্রবিতে গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে দোয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও জিয়াফত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বিপ্লবী সংস্কৃতিক মঞ্চ’ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে তিনটি গরু ও দুইটি ছাগল জবাই করা হয়েছে। নিবন্ধনের মাধ্যমে দেড় হাজারের বেশি শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির, শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সিলেট অনলাইন প্রেস ক্লাব সভাপতি গোলজার আহমেদ হেলাল, বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা, শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের সন্ত্রাসী কার্যকলাপ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ছাত্র আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নতুন প্রশাসন শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন ফ্যাসিজমের পুনরাবৃত্তি না হয়।”

ঢাকা/ইকবাল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়