ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবির বাঁধনের নেতৃত্বে মাবুদা-নিশাদ

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪২, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:০২, ৩০ জানুয়ারি ২০২৫
জবির বাঁধনের নেতৃত্বে মাবুদা-নিশাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধনের কার্যকরী কমিটি-২০২৫ গঠিত হয়েছে।

এতে সমাজকর্ম বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. রিমাকে জোনাল প্রতিনিধি, উম্মে মাবুদাকে সভাপতি এবং একই ব্যাচের আইন বিভাগের তাসলিমুল হাসান নিশাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের হিসাববিজ্ঞান বিভাগের একটি কক্ষে বাঁধনের জবি ইউনিটের ‘পঞ্চদশ ডোনার সংবর্ধনা, নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর-২০২৪’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে, একটি আনন্দ র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সদ্য সাবেক সভাপতি এনামুল হক বিজয়ের সভাপতিত্বে ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজাম্মুল হক, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামসুন নাহার। 

এ সময় উপাচার্য রেজাউল করিম বলেন, “বাঁধন মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কাজে যুক্ত হতে পারে। দেশের স্বার্থে এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় বাঁধনের প্রধাণ শিক্ষক উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল মান্নান।

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি বাঁধন মাহমুদ, আব্দুল হামিদ, সহ-সাধারণ সম্পাদক শিহাব আলী, সাংগঠনিক সম্পাদক শেখ রেদওয়ানুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারহান ইসরাক, কোষাধ্যক্ষ জান্নাতুল মাওয়া লিশা, দপ্তর সম্পাদক আশফাকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাক জোবায়ের রিয়াদ, তথ্য ও শিক্ষা সম্পাদক আজিজুল হক ওজিল।

কমিটির নির্বাহী সদস্য হলেন খালিদ হাসান, হৃদয় বিশ্বাস, মিজানুল ইসলাম সায়েম, মো. সাফায়েত, আসিফ রহমান।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়