ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গুচ্ছে নেই জবি, প্রথম ভর্তি পরীক্ষা শুক্রবার

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৩০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৫৬, ৩০ জানুয়ারি ২০২৫
গুচ্ছে নেই জবি, প্রথম ভর্তি পরীক্ষা শুক্রবার

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। 

শুক্রবার দেড় ঘণ্টার এ পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ‘ই’ ইউনিটে মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৭৫ জন। জবির নিজস্ব পদ্ধতির এ পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ব্যবহারিক অংশে ৪৮ এবং বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ থাকবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন রাইজিংবিডিকে বলেন, “পরীক্ষা আয়োজনে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। ১ হাজার ৩৭৫ জন শিক্ষার্থীর পরীক্ষা আমরা এক শিফটেই সম্পন্ন করব।”

এদিকে, আগামী ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।   

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সর্বশেষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৩টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। তবে বিভিন্ন সমস্যার দেখিয়ে ৪ বছর পর এবার জবি গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়