ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাকৃবিতে ‘জুলাই ৩৬’ হলের নাম পরিবর্তন নিয়ে বিশৃঙ্খলা, তদন্ত কমিটি গঠন

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৫
বাকৃবিতে ‘জুলাই ৩৬’ হলের নাম পরিবর্তন নিয়ে বিশৃঙ্খলা, তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘জুলাই ৩৬’ হলের নাম পরিবর্তন নিয়ে গত ৯ জানুয়ারি রাতে হওয়া বিশৃঙ্খলায় জড়িতদের চিহ্নিত করতে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন রাত ৯টা থেকে ১টা পর্যন্ত চলা ঘটনায় কতিপয় ছাত্রী হলের পূর্বের নাম বহাল রাখার দাবিতে আন্দোলন করে। এছাড়া কিছু ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাধ্যক্ষ ও প্রক্টরের পদত্যাগ দাবি করে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করেছে, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করেছে।

এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ দিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কমিটিকে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির আহ্বায়ক ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়াদ্দার ফারুক আহমেদ, সদস্য সচিব কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী এবং সদস্য জিটিআইয়ের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

গত ৯ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বাকৃবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তাদের ‘মানি না, মানবো না’, ‘দাবি মোদের একটাই, হলের নাম ফেরত চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

বিক্ষোভে তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬’ বাদ দিয়ে পূর্বের নাম বহাল রাখার দাবি জানান। একইসঙ্গে তারা সিন্ডিকেটের প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিও জানান।

ঢাকা/লিখন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়