ঢাকা     শনিবার   ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৫ ১৪৩১

পূজা দেখতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

নোয়াখালী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫
পূজা দেখতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

নিহত নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী সৌরভ গোস্বামী

সরস্বতী পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে ঘুরতে এসে পথে দাগনভূঁঞার বেকের বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বন্ধু।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেকের বাজারে উত্তর আলীপুর স’মিলের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। 

নিহত তিন বন্ধুর মধ্যে দুজন নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মনোরঞ্জনের ছেলে দেবু (২২) ও কৃষ্ণঘোষের ছেলে অন্তর ঘোষ (২২)।

অপরজন চৌমুহনী আলীপুরের কৃষ্ণ গোস্বামীর ছেলে সৌরভ গোস্বামী (২৩)। তিনি নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নোয়াখালী থেকে পূজা দেখতে দুইটি মোটরসাইকেলে করে পাঁচ বন্ধু ফেনীর উদ্দেশে রওয়ানা দেন। পূজা দেখা শেষে রাতে নোয়াখালীর দিকে ফেরার পথে বেকের বাজারে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় দুইজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় আহত একজনকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আর ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।”

ঢাকা/সুমাইয়া/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়