ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একাত্তর ও চব্বিশের ২ শহীদের নামে নোবিপ্রবিতে ভবন

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫  
একাত্তর ও চব্বিশের ২ শহীদের নামে নোবিপ্রবিতে ভবন

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধর নামে মেডিকেল সেন্টার ও নোয়াখালীর কৃতি সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের নামে অডিটোরিয়াম ভবনের নামকরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বিশ্ববিদ্যালয়ের দুইটি ভবন, দুইটি হল, একটি স্থাপনা ও একটি প্রকল্পের বর্তমান নাম পরিবর্তণ করে নতুন নামকরণের বিষয়ে জানানো হয়েছে। 

অফিস আদেশ সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৬৪তম সভার ১৮ নম্বর আলোচ্যসূচির আলোকে নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহিত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের পরিবর্তে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম, কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থিত বঙ্গবন্ধু কর্ণারের পরিবর্তে বাংলাদেশ কর্ণার, দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের পরিবর্তে সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্প নামকরণ করা হয়েছে। 

এছাড়া মেডিকেল সেন্টারের পরিবর্তে শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের পরিবর্তে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল নামকরণ করা হয়েছে।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়