ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫  
ধর্ষণের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানি ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে ‘চবি সচেতন ছাত্রসমাজ’ এর ব্যানারে ‘ধর্ষণ বিরোধী বিক্ষোভ কর্মসূচি’ শিরোনামে তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে এ দাবি করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকের ফাঁসি দে’, ‘বোন তোমার ভয় নাই, সাথে আছে লক্ষ ভাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘রক্তের বন্যাায় ভেসে যাবে অন্যায়’ প্রভৃতি স্লোগান দেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে নারী-পুরুষ সবাই অংশগ্রহণ করেছিল। আমরা নারী-পুরুষ সবার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু এখনো আমাদের মা-বোনেরা ধর্ষণ, শ্লীলতাহানি, নির্যাতনের শিকার হচ্ছেন। আর ধর্ষকদের কোন বিচার নিশ্চিত হচ্ছে না। অথচ দেশের আইন অনুযায়ী ধর্ষকদের ফাঁসি নিশ্চিত হওয়ার কথা। তাহলে কেন আমরা পুনরায় জীবন দিলাম? এ বৈষম্য টিকিয়ে রাখার জন্য?

তারা আরও বলেন, নতুন বাংলাদেশে যদি আমার বোনদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আবার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়