ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবি শাখা ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫  
ইবি শাখা ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রদল।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর এলাকায় কর্মসূচির প্রথমদিনে পরিচ্ছন্নতার অভিযান শুরু করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ প্রমুখ।

কর্মসূচির ‍শুরুতে তারা শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা ক্যাম্পাসের ঝাল চত্বর, মুক্ত বাংলা, প্রধান ফটক, ডায়না চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার কাজ করেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “নিরাপদ ক্যম্পাসই ছাত্রদলের অঙ্গীকার। নিজেকে ও পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আমরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। এতে ছাত্রদলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আমরা দুই দিনব্যাপী এ কর্মসূচি হাতে নিয়েছি। ভবিষ্যতেও আমরা ক্যাম্পাসকে পরিচ্ছন্ন করতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব।”

তিনি বলেন, “পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে ডাস্টবিন ব্যবহার করতে দিয়েছেন, আমরা সবাই যেন তার যথাযথ ব্যবহার করি। খুব শীঘ্রই আমরা ছাত্রদলের পক্ষ থেকেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করব।

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়