ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবিতে মাদক সেবনকালে শিক্ষার্থীসহ আটক ৩

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
কুবিতে মাদক সেবনকালে শিক্ষার্থীসহ আটক ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদক সেবনরত অবস্থায় শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাদের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ উদ্দীন আহমেদ ও তাকভীর আল মাহমুদ এবং তাদের সঙ্গে থাকা দোকান কর্মচারী মো. হাসিবুল হোসেন।

আটক হাসিবুল নিজেকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি দোকানের কর্মচারী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি হাসিবুলকে দোকানের মালিকের জিম্মায় ছেড়ে দেয়।

অপরদিকে, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই ছাত্রকে বিভাগের ছাত্র পরামর্শক সাইদুল আল-আমিন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করীমের হেফাজতে ছেড়ে দেওয়া হয়।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদল করীম বলেন, “বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিলে কথা বলে বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জিরো টলারেন্স নীতিতে আছে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, “আমরা মাদকমুক্ত ক্যাম্পাস চাই। এজন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার, নেব। ইনশাআল্লাহ, আমাদের কাজ অব্যাহত থাকবে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়