তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষকে সতিকসাসের শুভেচ্ছা
তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদকে শুভেচ্ছা জানিয়েছেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)।
ররিবার (২ মার্চ) বেলা ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ বলেন, “তিতুমীরকে বিশ্বের সামনে যোগ্যতাসম্পন্ন মানুষ তৈরির কারখানা হিসেবে গড়ে তুলতে চাই। সম্প্রতি এ কলেজকে নিয়ে যেসব চিন্তা-ভাবনা এসেছে, সবগুলোই পজিটিভ। এখানে নেগেটিভের কিছুই নেই। ভবিষ্যতে যদি এ উন্নতিকরণগুলো সম্ভব হয় তাহলে সেটা আমাদের শিক্ষাব্যাবস্থা এবং আমাদের দেশের জন্য উন্নতির সু-ফল হিসেবে কাজ করবে।”
তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, “মর্ডান যুগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্বের মধ্যে বিজ্ঞানসম্মত মানুষ তৈরীর কারখানা হিসেবে গড়ে তুলতেছে চাই।”
ড. ছদরুদ্দীন আহমদ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে কলেজে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, তিনি নীলফামারী সরকারি কলেজে কর্মরত ছিলেন। তিনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন।
ঢাকা/হাফছা/মেহেদী