‘এবার ধানের দাম ঠিক না থাকলে না খাইয়া মরতে হইবো’
শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
‘হামরা ছোট থাকি যেমন করি চাষবাস করি, তেমনই করি। আইজ অনেক কিছু শিখিলাম। সরকারকে বলমু যেন সারের আর বিজের দাম কমায় দেয়। আর এবার যেন ধানের দাম ঠিক থাকে, না হইলে না খাইয়া মরতে হইবো।’
রংপুর সদর উপজেলায় অনুষ্ঠিত দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে মজিবর আলম নামে এক কৃষক এসব কথা বলেন।
শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ’ স্লোগানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কীটতত্ত্ব বিভাগের আয়োজনে এবং ঢাকা ব্যাংক পিএলসি সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। মজিবর আলমের মতো উপস্থিত অন্যান্য কৃষকরাও তাদের মতামত ব্যক্ত করেন।
এ সময় কর্মশালার তত্ত্ববধায়ক শেকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. তাহমিনা আক্তার কৃষকদের মধ্যে ধানের বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকার ক্ষতির ধরন ও দমন ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি কীভাবে সময়মতো পোকা শনাক্ত ও দমন করতে হবে, তা হাতে-কলমে শেখান, যাতে কৃষকরা তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারেন।
কর্মশালায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. শায়লা আফরোজ সেতু, মেট্রোপলিটন কৃষি অফিসের কৃষিবিদ মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়া সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি শিক্ষার্থী সাকিব মাহদি আজিজ, কাজী নাফিজ সোয়াদ, মাহফুজুর আলম শোভন, তাজিজুল ইসলাম তুহিন, ছওবান চৌধুরী ও আবুল খায়ের রাফি।
ঢাকা/মামুন/মেহেদী