ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবির সাংবাদিকতা বিভাগের আনন্দ ভ্রমণে মিলনমেলা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৪ মে ২০২৫   আপডেট: ১৭:৫৭, ১২ আগস্ট ২০২৫
জবির সাংবাদিকতা বিভাগের আনন্দ ভ্রমণে মিলনমেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আনন্দ ভ্রমণ ২০২৫’। বিভাগের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় উৎসবমুখর এক মিলনমেলায়।

ভ্রমণ কার্যক্রম শুরু হয় শনিবার (৩ মে) সকাল ৮টায় রিপোর্টিংয়ের মাধ্যমে। এরপর সকাল ৮টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীরা বাসযোগে রওনা দেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। সেখানে সকালের নাস্তার পর আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা ও গ্রুপ ফটোসেশন।

প্রথম পর্ব শেষে সবাই রওনা হন মূল গন্তব্য কেরানীগঞ্জের ‘শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক’ এর উদ্দেশ্যে। মনোরম পরিবেশে ঘেরা রিসোর্টে পৌঁছে শিক্ষার্থীরা উপভোগ করেন সুইমিং, রাইড, দলগত খেলা, মধ্যাহ্নভোজ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিকেলে ছিল র‌্যাফেল ড্র ও নাস্তার আয়োজন, যা ভ্রমণে যুক্ত করে বাড়তি আনন্দের মাত্রা। দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, বন্ধন এবং স্মৃতিময় অভিজ্ঞতার সঞ্চার করে।

এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলম।

আনন্দ ভ্রমণ কমিটির আহ্বায়ক ও বিভাগের শিক্ষক রাইসুল ইসলাম বলেন, “সবার আন্তরিক অংশগ্রহণে এ আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে। তবে আমরা গভীরভাবে মিস করেছি সেসব প্রিয় মুখ, যারা নানা কারণে অংশ নিতে পারেননি।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়