ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার ববি উপাচার্যের বাসভবনে তালা

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৭ মে ২০২৫  
এবার ববি উপাচার্যের বাসভবনে তালা

এক দফা দাবিতে প্রশাসনিক ভবনের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১২টায় বিক্ষোভকারীরা উপাচার্যের বাসভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন।

আরো পড়ুন:

এর আগে, মঙ্গলবার (৬ মে) উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এজন্য প্রশাসনিক দপ্তরগুলোতে বুধবার কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারেননি। দীর্ঘক্ষণ গ্রাউন্ড ফ্লোরের সামনে ঘোরাঘুরি করে তারা বাসায় ফিরে যান।

শিক্ষার্থীদের চার দফা দাবি পুরণ না হওয়ায় তৃতীয় দিনের মতো এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ অথবা অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম সুজয় শুভ বলেন, “এ মুহূর্তে বেশিরভাগ বিভাগের পরীক্ষা চলমান। এ কারণে অনেকেই আন্দোলনে আসতে পারছে না। কিন্তু সব সাধারণ শিক্ষার্থীরা এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আর আমরা যারা আন্দোলনে রয়েছি, তারা একাডেমিক কার্যক্রমে কোনো ধরনের বাধা দিতে পারি না। সাধারণ শিক্ষার্থীরা তাদের পরীক্ষা শেষ করে প্রতিদিন অবস্থান কর্মসূচিসহ উপাচার্যের পদত্যাগের আন্দোলনে সম্পৃক্ত হচ্ছেন।”

তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই এ আন্দোলন থেকে সরে যাব না। উপাচার্যের পদত্যাগই আন্দোলন থেকে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানোর একমাত্র পথ।”

ঢাকা/সাইফুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়