ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে ২ ডিসেম্বর সমাবেশের প্রস্তুতি সম্পন্ন ইসলামী ও সমমনা ৮ দলের

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:৫৬, ১ ডিসেম্বর ২০২৫
বরিশালে ২ ডিসেম্বর সমাবেশের প্রস্তুতি সম্পন্ন ইসলামী ও সমমনা ৮ দলের

সমাবেশ উপলক্ষে বরিশাল শহরের বেলসপার্ক ময়দান পরিদর্শন করেন ইসলামী ও সমমনা দলগুলোর নেতারা

বরিশালে আগামী ২ ডিসেম্বর স্মরণকালের বৃহৎ সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী ও সমমনা ৮টি দল। এরই অংশ হিসেবে শহরের বেলসপার্ক ময়দান পরিদর্শন করেছেন দলগুলোর বরিশাল জেলা ও মহানগরের নেতারা। তারা স্টেজ, প্যান্ডেল, মাইক স্পট, মিডিয়া স্পট, শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয়গুলো খতিয়ে দেখেন। পাশাপাশি সমাবেশকে কেন্দ্র করে যানজট এড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নেতারা।

নেতারা জানান, ২ ডিসেম্বর ইসলামী ও সমমনা ৮টি দলের বরিশাল বিভাগীয় সমাবেশ হবে স্মরণকালের বৃহৎ লোকসমাগম। প্রত্যেক দলের কর্মী-সমর্থকরা সমাবেশ সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। মাঠের শৃঙ্খলা, নিরাপত্তা ও যানজট এড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সমাবেশ থেকে দেশের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেবেন কেন্দ্রীয় নেতারা।

আরো পড়ুন:

বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, “২ ডিসেম্বর আট দলের সমাবেশে আট থেকে ১০ লাখ মানুষে সমাগমের প্রস্তুতি নিয়েছেন তারা। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করীমসহ আট দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত এইচ এম সানাউল্লাহ বলেন, “আগামীকালের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন। বরিশাল জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মো. লোকমান হেকিম, বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার।

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়