ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমান বরিশালে যাবেন ৪ ফেব্রুয়ারি

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৫, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:০৭, ৩০ জানুয়ারি ২০২৬
তারেক রহমান বরিশালে যাবেন ৪ ফেব্রুয়ারি

তারেক রহমান (ফাইল ফটো)

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের পক্ষে নির্বাচনে প্রচারে অংশ নিতে আগামী ৪ ফেব্রুয়ারি বরিশালে যাবেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

আরো পড়ুন:

তিনি জানিয়েছেন, আগামী ৪ ফেব্রুয়ারি বেলা ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।

বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, “তারেক রহমানের রাজনৈতিক সফরের শিডিউল যিনি করেন, তিনি বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ফোন করে আমাকে জানিয়েছেন, আগামী ৪ ফেব্রুয়ারি তারেক রহমান বরিশালে যাবেন। এটিই চূড়ান্ত তারিখ। বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিভাগ এবং মহানগরসহ সাংগঠনিক আট জেলার নেতাদেরকে তারেক রহমানের সফরের বিষয়টি জানাতে বলা হয়েছে।”

দীর্ঘ প্রায় ২০ বছর পর গত ২৬ জানুয়ারি বরিশাল সফরের কথা ছিল তারেক রহমানের। সেই তারিখ এক দিন পিছিয়ে ২৭ তারিখ করা হয়। তবে, সেই তারিখও পেছানো হয়। 

২০০৬ সালে সর্বশেষ বরিশাল সফর করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। এবার তিনি দলের চেয়ারম্যান হিসেবে বরিশাল আসছেন। তার এই সফর বরিশাল অঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা যুক্ত করবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।

ঢাকা/পলাশ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়