ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৩০ জানুয়ারি ২০২৬  
মাদক নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চড়ুইমারী এলাকায় মেহগনি বাগান থেকে ইমরান হোসেন ওরফে কালু (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। 

আরো পড়ুন:

নিহত ইমরান হোসেন দাপুনিয়া ইউনিয়নের খোড়কা উপুরপাড়া গ্রামের ইকরাম হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ইমরান ওরফে কালুসহ কয়েকজন যুবক বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই বাগানের ভিতরে মাদক সেবন করছিলেন। মাদক নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কালুকে তার সাথে থাকা বন্ধুরা উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মারা যান। পরে ঘটনাস্থল থেকে অন্য বন্ধুরা পালিয়ে যায়। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ইমরান হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হচ্ছে।  

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।”

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়