ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:২৫, ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান 

শুক্রবার সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। 

আরো পড়ুন:

দীর্ঘ ২০ বছর পর উত্তরবঙ্গের বিভাগীয় শহর রংপুরে নির্বাচনি জনসভায় যোগ দিতে যাওয়ার আগে আবু সাঈদের বাড়িতে যান তারেক রহমান। কবর জিয়ারত শেষে তিনি আবু সাঈদের বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। 

আবু সাঈদের বাবা ও বড় ভাই রমজান আলী তারেক রহমানের কাছে আবু সাঈদ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। বিএনপি চেয়ারম্যান তাদেরকে এ বিষয়ে আশ্বাস দেন এবং আগামী নির্বাচনের জন্য দোয়া চান।

এর পর তারেক রহমান রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে বিভাগীয় নির্বাচনি জনসভায় যোগ দেওয়ার উদ্দেশে রওনা করেন। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। 

জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে প্রিয় নেতাকে সরাসরি দেখতে সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সেখানে ছুটে এসেছেন। এ সভায় রংপুর বিভাগের ৩৩টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। 

সভায় আরো উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। 

তারেক রহমানের এই সফরে নিরাপত্তা দিতে রংপুর মহানগর পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা জনসভাস্থল ছাড়াও পুরো নগরীতে তৎপর আছেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ফের রওনা করবেন বগুড়ার উদ্দেশে।

ঢাকা/আমিরুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়