রংপুরের পথে তারেক রহমান
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তারেক রহমান (ফাইল ফটো)
দীর্ঘ দুই দশক পর শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে রংপুরে জনসভায় অংশ নেবেন তিনি। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপির চেয়ারম্যান।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের নির্বাচনি সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমাবেশস্থলে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মাঠ ও নগরীর সড়কজুড়ে টাঙানো হয়েছে কয়েকশত মাইক। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে অজস্র নেতাকর্মী ইতোমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
তারেক রহমানের রংপুরে নির্বাচনি জনসভা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দলের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু।
ঢাকা/আমিরুল/রফিক