ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে শিবির নেতা জড়িত ছিলেন: ছাত্রদল নেতা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৫৬, ৩০ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যাকাণ্ডে শিবির নেতা জড়িত ছিলেন: ছাত্রদল নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ‘‘আবরার ফাহাদ হত্যাকাণ্ডে শিবিরের এক নেতা জড়িত ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতের আইনজীবীরা তাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু, জনরোসে পড়ে তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন।’’ তবে, সেই শিবির নেতার নাম উল্লেখ করেননি তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার কয়া ইউনিয়নে আবরার ফাহাদের কবর জিয়ারত করে তিনি এমন মন্তব্য করেন।

আরো পড়ুন:

আবিদুল ইসলাম খান বলেন, ‘‘আবরার ফাহাদ বাংলাদেশের আধিপত্যবাদী অপশক্তির যে লড়াই, সে লড়াইয়ের অন্যতম পথিক। শুধু আবরার ফাহাদ নয়, সেই তালিকায় আছেন ইলিয়াস আলী; কয়েকদিন আগে শহিদ হয়েছেন ওসমান হাদি ভাই। যুগ যুগ ধরে তারা আমাদের অগ্রদূত হয়ে থাকবেন।’’

তিনি আরো বলেন, ‘‘গত ১৭ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যত অন্যায়-অনাচার হয়েছে, অর্ধেক করেছে ছাত্রলীগ, অর্ধেক শিবির। ছাত্রলীগকে যেভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শিবিরকেও বিচারের মুখোমুখি করা হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়