ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ইডব্লিউএর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৩০ জানুয়ারি ২০২৬  
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ইডব্লিউএর

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, রাজনৈতিক সন্ত্রাস ও প্রশাসনের নির্লিপ্ততা জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে গভীর শঙ্কা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে ইলেকশন ওয়াকিং অ্যালায়েন্স (ইডব্লিইউএ)।

শুক্রবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি এমন মন্তব্য করে।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। বিগত দুই দশকে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, সব ধরনের স্থানীয় সরকার (উপজেলা ও ইউনিয়ন) নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারেনি। এ প্রেক্ষাপটে, আমরা সবাই বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ওপর দেশের গণতন্ত্র, সুশাসন ও টেকসই উন্নয়নের ভবিষ্যৎ গভীরভাবে নির্ভরশীল। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, সারা দেশে নির্বাচনি আচরণবিধির নির্বিচার লঙ্ঘন, কালো টাকার ব্যাপক ব্যবহার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার কার্যক্রমে বাধা প্রদান এবং রক্তক্ষয়ী সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় নির্বাচন কমিশন ও সরকারি প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের অভাব পরিস্থিতিকে আরো শঙ্কাজনক করে তুলছে।

প্রতিবেদনে আরো বলা হয়, সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টিকারী এমন পরিস্থিতিতে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছে। সম্প্রতি শেরপুরে একজন রাজনৈতিক নেতার হত্যাকাণ্ডের পরও নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। যা শুধু হতাশাজনক নয়, বরং নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনের নির্লিপ্ততাকে স্পষ্ট করেছে। যেকোনো কার্যকর নির্বাচন কমিশন এরকম পরিস্থিতিতে দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা করে সুষ্ঠু নির্বাচন আয়েজনে জনমনে বিশ্বাস সৃষ্টিতে কাজ করতো। নির্বাচন প্রক্রিয়াকে শুদ্ধ রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং এজন্য নির্বাচন কমিশনকে রাজনৈতিক আনুগত্য ও স্বার্থের উর্ধ্বে উঠতে হবে।

নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদনে দেশের ৩৩টির বেশি জেলার প্রায় ৫০টি সংসদীয় আসনে সংঘটিত মোট ১৩১টি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়েছে। এতে রাজনৈতিক সহিংসতা, ভোটারদের আর্থিক প্রলোভন দেওয়া এবং বিভিন্ন অনিয়মের ঘটনাও উল্লেখ করা হয়।

প্রতিবেদনটি উপস্থাপন করেন ইলেকশন ওয়াকিং অ্যালায়েন্স (ইডব্লিইউএ) সভাপতি ড. মো. শরিফুল আলম। এ সময় সংগঠনটির অন্যান্য সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের দুজন সদস্য উপস্থিত ছিলেন।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়