ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপরাধের প্রশ্নে কোনো ছাড় নেই: হামিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৩০ জানুয়ারি ২০২৬  
অপরাধের প্রশ্নে কোনো ছাড় নেই: হামিদুর রহমান

ঢাকা–৭ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান।

জাতীয় সংসদ নির্বাচনকে ঢাকা–৭ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান বলেন, “স্পষ্ট করে জানিয়ে দিতে চান, অপরাধের প্রশ্নে কোনো ছাড় নেই।”

তিনি বলেন, “নির্বাচনের আরো কদিন বাকি থাকতেই ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।”

আরো পড়ুন:

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর লালবাগ থানার আওতাধীন আজিমপুর এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেন।পথসভা, গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগকালে হামিদুর রহমান ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “আমার প্রতীক শীষ। আপনারা সারাদিন শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, ইনশাআল্লাহ।”

হামিদুর রহমান বলেন, “আমি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। এই এলাকায় জিরো টলারেন্স কার্যকর করা হবে।”

তিনি আরো বলেন, “দীর্ঘদিন এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ হয়নি, তবে এবার স্পষ্ট করে জানিয়ে দিতে চান অপরাধের প্রশ্নে কোনো ছাড় নেই।”

রাইজিংবিডি ডটকমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় হামিদুর রহমান বলেন, “আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকেই বেছে নেবেন—এই প্রত্যাশা করি।”

আজিমপুর এলাকার বাসিন্দা আমিন হোসেন বলেন, “হামিদ সাহেবের প্রোফাইল ভালো। তিনি পুরান ঢাকার ছেলে, মানুষ তাকেই ভোট দেবে। আমাদের মহল্লায় এখন সব ধানের শীষ।”

ঢাকা/আলী/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়